• মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

বেনাপোলে  গাঁজা সহ মাদক পাচারকারী গ্রেফতার-১

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার
মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার / ১৪
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বেনাপোলে  গাঁজা সহ মাদক পাচারকারী গ্রেফতার-১

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

যশোরের বেনাপোল পোর্টথানাধীন সীমান্তবর্তী গ্রাম মানিকিয়া হতে ৯৬ কেজি গাঁজা সহ সবুজ হোসেন মুন্না(২৯) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬,যশোর।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো.রাসেল এক *প্রেস রিলিজ* এ জানিয়েছেন–

২৬ মার্চ ২০২৫ ইং তারিখ ভোর ৫’৫০ মিনিটের দিকে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক বিক্রেতা অত্র জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনৈক মো. মিনাজুল এর বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করেছে। এমন সংবাদ পেয়ে আভিযানিক দলটি সকাল ০৬.৫০ মিনিটের দিকে বেনাপোলের উল্লিখিত গ্রামে পৌছে।

 

তথ্য মোতাবেক মিনাজুলের বাড়ী অভিযান চালালে এক ব্যাক্তি পালাবার চেষ্টা করলে র‌্যাব-৬’র সদস্যরা তাকে ধরে ফেলে। সবুজ হোসেন মুন্না তার নাম,তার পিতার নাম মিনাজুল,তিনি বর্তমানে মালয়েশীয়া প্রবাসী বলে আসামী মুন্না জানায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো উক্ত বাড়ির পেছনের উত্তর পূর্ব পাশের পাঁকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো মোট ৯৬ (ছিয়ানব্বই) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

যার আনুমানিক মুল্য ১৯,২০,০০০/- (উনিশ লক্ষ বিশ হাজার টাকা মাত্র)।

 

আসামি মো. সবুজ হোসেন মুন্না যশোর জেলা সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছে। সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ/বিক্রয় করে আসছিল।

 

উদ্ধারকৃত গাঁজা সহ আসামি সবুজ হোসেন মুন্না’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক পাচারকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক বিক্রেতা/পাচারকারী’কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন