
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় দৈনিক প্রতিদিন খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক রিহাম উদ্দিন খান (২৫)-এর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে রিহাম উদ্দিন খান উল্লেখ করেছেন, গত ৬ অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে তিনি গেন্ডারিয়া এলাকায় সাধারণ মানুষের সাক্ষাৎকার নিচ্ছিলেন। সে সময় ৪-৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে। একপর্যায়ে বাকবিতণ্ডার সূত্র ধরে তারা এলোপাতাড়ি মারধর করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
তিনি অভিযোগে বলেন, তিনি যাদের সাক্ষাৎকার নিচ্ছিলেন, সেই বক্তব্য যেন প্রচার না হয়— এমন উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
এই ঘটনার পর রিহাম উদ্দিন খান পুলিশের কাছে ন্যায়বিচার ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























