
খুলনা প্রতিনিধি …….
খুলনা জেলা কারাগারে বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ থেকে ৪৫ জন কয়েদির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে।
কারাগার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারাগারের ভেতরে আধিপত্য বিস্তার নিয়ে দুই আন্ডারওয়ার্ল্ড গ্রুপ—কালা লাভলু-পলাশ গ্রুপ এবং গ্রেনেড বাবু গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এদিন বিকেলে ওই দুই গ্রুপের মধ্যে তুমুল হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সংঘর্ষে অংশ নেয় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী, তার সহযোগী হিরন, এবং প্রতিপক্ষ লাভলু-পলাশ গ্রুপের পলাশ, কালা লাবলু, সৈকত ও মইদুলসহ বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেল সুপার নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে কারারক্ষীরা লাঠিচার্জ চালায়। এতে উভয় পক্ষ কিছুটা শান্ত হলেও পরে তারা একত্র হয়ে কারারক্ষীদের প্রতিও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হামলার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শেষ পর্যন্ত উত্তেজিত কয়েদিদের আলাদা লকোর কক্ষে স্থানান্তর করা হয়। বর্তমানে কারাগারে উত্তেজনা বিরাজ করছে এবং কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে।
এদিকে কারাগারের অভ্যন্তরে এ ধরনের সংঘর্ষে নতুন করে প্রশ্ন উঠেছে—“কারাগারের ভেতরেও কি আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক সক্রিয়?”**
খুলনা জেলা কারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।























