
(প্রতিবেদক নরসিংদী জেলা প্রতিনিধি)
নরসিংদী: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ – জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে নরসিংদীর রায়পুরা উপজেলায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাদের চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। নিহতদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণ:
শনিবার (১ নভেম্বর, ২০২৫) বেলা আনুমানিক ১২:৪০ ঘটিকায় রায়পুরা থানাধীন চরসুবুদ্ধি ইউনিয়নস্থ চরসুবুদ্ধি সাকিনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফুরা মিয়া (৪০/২৬) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০/২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত ফুরা মিয়া ও শাকিলদের সঙ্গে তাদের চাচা আউয়াল মিয়া পক্ষের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য বেশ কয়েকটি গ্রাম্য সালিশ হলেও উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। শনিবার সকালে নতুন করে জমি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বেলা পৌনে একটায় বসতবাড়ির বেড়া ভাঙাকে কেন্দ্র করে চাচা আউয়াল মিয়ার পক্ষের ১০-১২ জন লোক দা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে ভাতিজাদের ওপর অতর্কিত হামলা চালায়।
ধারালো অস্ত্রের আঘাতে ফুরা মিয়া ও শাকিল মিয়া গুরুতর জখম হন। তাদের বাঁচাতে গিয়ে আহত হন ফুরা মিয়ার স্ত্রী মনিরা বেগমও।
হাসপাতালে মৃত্যু:
আহত অবস্থায় তাদের দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফুরা মিয়া ও শাকিল মিয়াকে মৃত ঘোষণা করেন। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের মারাত্মক জখম ছিল বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আহত মনিরা বেগম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের পদক্ষেপ:
খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ ও বিপুল সংখ্যক পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
* এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ০৩ জনকে আটক করা হয়েছে।
* ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ০৫টি বড় দা ও ০৪টি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
নিহতদের পরিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


























