
(প্রতিবেদক:নরসিংদী জেলা প্রতিনিধি মো শাহাদাত শাহ্)
শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ। আগামী ৯ নভেম্বর থেকে কলেজ ক্যাম্পাসে ক্লাস চলাকালীন সময়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত নির্দেশনায় এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্দেশনাটি ৫ নভেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে জারি করা হয়েছে।
শিক্ষার মান রক্ষায় কঠোরতা
নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, শ্রেণিকক্ষে মনোযোগে ব্যাঘাত এড়াতে এবং সুস্থ শিক্ষাব্যবস্থা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আহমেদ চৌধুরী জানান, স্মার্টফোন ব্যবহারের ফলে শিক্ষার্থীরা প্রায়শই ক্লাসে অমনোযোগী হয়ে পড়ে, যা সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
প্রধান নির্দেশনাসমূহ:
* স্মার্টফোন নিষিদ্ধ: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন সময়ে কোনো অবস্থাতেই স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার বা বহন করতে পারবে না।
* বাটন ফোন ব্যবহারের অনুমতি: প্রয়োজনে শিক্ষার্থীরা শুধুমাত্র সাধারণ বাটন মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।
* তাৎক্ষণিক শাস্তির বিধান: এই নির্দেশ অমান্য করে যদি কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে স্মার্টফোনসহ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হবে।
কলেজ প্রশাসন আশা করছে, এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীরা তাদের লেখাপড়ায় আরও বেশি মনোনিবেশ করতে সক্ষম হবে এবং কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। ৯ নভেম্বর থেকে কঠোরভাবে এই নির্দেশিকা কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে।


























