
আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া ছাত্রের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার
(জেলা প্রতিনিধি মো:শাহাদাত শাহ্ বেলাবো)
নরসিংদী, বেলাবো: নরসিংদীর বেলাবোতে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র তামিমের (১০) নিথর দেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা চর বেলাবো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
যেভাবে ঘটল মর্মান্তিক ঘটনা
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত তামিম ছিল চর বেলাবো দারুন উলুম মইনুল ইসলাম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে সে বন্ধুদের সাথে বেলাবো সরকারী কারিগরি স্কুল এন্ড কলেজের পাশে আড়িয়াল খাঁ নদের ঘাটে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদ-এর গভীর স্রোতে সে তলিয়ে যায়। তামিমকে ডুবে যেতে দেখে তার বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসে। দীর্ঘ সময় ধরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
ডুবুরি দলের দীর্ঘ ২৪ ঘণ্টার অভিযান
ঘটনার পরপরই বেলাব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নদের প্রবল স্রোত ও গভীরতার কারণে রাতের মধ্যে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরে টঙ্গী থেকে আসা এক বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়।
রুদ্ধশ্বাস অপেক্ষার পর, টানা ২৪ ঘণ্টা অভিযান চালানোর পর আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থলের অদূরে নদের তলদেশ থেকে তামিমের লাশ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।
ছোট্ট তামিমের অকাল মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক, সহপাঠী এবং তার পরিবার শোকে স্তব্ধ। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।























