
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ চার দফা দাবিতে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার (১২ অক্টোবর) সকালে সারাদেশ থেকে শিক্ষকরা এই কর্মসূচিতে যোগ দেন।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপণকে প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি বিবেচনায় নিয়ে এবার ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে হবে।
এ সময় প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। পাশাপাশি দাবি পূরণ না হলে অবস্থান কর্মসূচির সঙ্গে ক্নাস বর্জনের ঘোষণাও দেন তারা।























