ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়: তাহের Logo বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত Logo “বিপাশার রাজনীতিতে নতুন খেলা ইলিয়াস মোল্লার তাল ফেলে সেলিম ভূঁইয়ার বিটে নাচ” Logo মিত্রদের ৪০ আসনে ছাড় দিতে পারে বিএনপি, চলছে দরকষাকষি Logo আরপিও সংশোধন পুনর্বিবেচনা করা হতে পারে: ইসি সচিব Logo গলাচিপায় ‘ভিপি নুর নাকি হাসান মামুন’ বিতর্কে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫ Logo নিষিদ্ধ আ.লীগ ৪ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি Logo বিপাশার রাজনীতিতে নতুন খেলা Logo নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : ডাকসু ভিপি Logo বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ চারটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: রনি

দেশজুড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সার্ভিস এসোসিয়েশনের গভীর উদ্বেগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের নিরাপত্তায় পুলিশের সদস্যরা দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সাম্প্রতিক শারদীয় দুর্গাপূজায় তাদের দায়িত্বশীল ভূমিকা সর্বত্র প্রশংসিত হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন উদ্যমে পুলিশ বাহিনী পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছে। তবে এই আন্তরিক প্রচেষ্টার মধ্যেই সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় কর্তব্যরত পুলিশের ওপর একাধিক হামলার ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।

সংগঠনটি জানায়, ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একই দিনে বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতারের সময় অতর্কিত হামলায় হাতকড়াসহ আসামি ছিনতাই হয় এবং তিনজন পুলিশ সদস্য আহত হন। পরদিন ৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্টে ট্রাক শ্রমিকদের হামলায় আরও পাঁচজন পুলিশ সদস্য আহত হন। সর্বশেষ ফেনীর সোনাগাজীতে থানার পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন  সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর

এসব ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পুলিশ সার্ভিস এসোসিয়েশন জানিয়েছে, একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে। সংগঠনটি মনে করে, কর্তব্যরত পুলিশ সদস্যদের পেশাগত কাজে বাধা দেওয়া ও শারীরিকভাবে লাঞ্ছিত করা জনশৃঙ্খলা ও আইনের শাসনের পরিপন্থি অপচেষ্টা।

এসোসিয়েশন জানায়, এসব বেআইনি ও পরিকল্পিত হামলার বিরুদ্ধে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে আরও কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেবে। পাশাপাশি সংগঠনটি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, বাংলাদেশ পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সদা তৎপর থাকবে এবং পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাবে।

ট্যাগস :

জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়: তাহের

দেশজুড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সার্ভিস এসোসিয়েশনের গভীর উদ্বেগ

আপডেট সময় : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের নিরাপত্তায় পুলিশের সদস্যরা দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সাম্প্রতিক শারদীয় দুর্গাপূজায় তাদের দায়িত্বশীল ভূমিকা সর্বত্র প্রশংসিত হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন উদ্যমে পুলিশ বাহিনী পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছে। তবে এই আন্তরিক প্রচেষ্টার মধ্যেই সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় কর্তব্যরত পুলিশের ওপর একাধিক হামলার ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।

সংগঠনটি জানায়, ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একই দিনে বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতারের সময় অতর্কিত হামলায় হাতকড়াসহ আসামি ছিনতাই হয় এবং তিনজন পুলিশ সদস্য আহত হন। পরদিন ৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্টে ট্রাক শ্রমিকদের হামলায় আরও পাঁচজন পুলিশ সদস্য আহত হন। সর্বশেষ ফেনীর সোনাগাজীতে থানার পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন  ড. ইউনূসের জাতিসংঘ সফরের প্রশংসা করে যা বললেন গোয়েন লুইস

এসব ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পুলিশ সার্ভিস এসোসিয়েশন জানিয়েছে, একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে। সংগঠনটি মনে করে, কর্তব্যরত পুলিশ সদস্যদের পেশাগত কাজে বাধা দেওয়া ও শারীরিকভাবে লাঞ্ছিত করা জনশৃঙ্খলা ও আইনের শাসনের পরিপন্থি অপচেষ্টা।

এসোসিয়েশন জানায়, এসব বেআইনি ও পরিকল্পিত হামলার বিরুদ্ধে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে আরও কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেবে। পাশাপাশি সংগঠনটি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, বাংলাদেশ পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সদা তৎপর থাকবে এবং পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাবে।