
প্রতিবেদক:জেলা প্রতিনিধি:মো শাহাদাত শাহ্, বেলাবো (নরসিংদী)
বেলাব, নরসিংদী: ১৯ বছর বয়সে জীবনের সব স্বপ্ন ও সম্ভাবনা অসমাপ্ত রেখে চলে গেলেন তরুণ প্রাণ তাঈম ফেরদাউস প্লাবন। তিনি ছিলেন নরসিংদীর বেলাব প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল-এর বেলাব উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিল-এর একমাত্র পুত্র। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাতে ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঈম শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঈমের এমন অকাল প্রস্থান তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। তিনি নরসিংদীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
বুধবার বেলাব উপজেলার আমলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক শোকাহত মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঈম ফেরদাউস প্লাবনের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে SBTV new Bangla পরিবার, বেলাব উপজেলা প্রেস ক্লাব এবং পলাশ উপজেলা প্রেস ক্লাব। বিভিন্ন সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানিয়েছে।
আমরাও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
(প্রতিবেদক:জেলা প্রতিনিধি:মো শাহাদাত শাহ্, বেলাবো (নরসিংদী)























