ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়: তাহের Logo বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত Logo “বিপাশার রাজনীতিতে নতুন খেলা ইলিয়াস মোল্লার তাল ফেলে সেলিম ভূঁইয়ার বিটে নাচ” Logo মিত্রদের ৪০ আসনে ছাড় দিতে পারে বিএনপি, চলছে দরকষাকষি Logo আরপিও সংশোধন পুনর্বিবেচনা করা হতে পারে: ইসি সচিব Logo গলাচিপায় ‘ভিপি নুর নাকি হাসান মামুন’ বিতর্কে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫ Logo নিষিদ্ধ আ.লীগ ৪ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি Logo বিপাশার রাজনীতিতে নতুন খেলা Logo নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : ডাকসু ভিপি Logo বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ চারটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: রনি

দল থেকে বাদ পড়া জিকোই সেরা, জানালেন মিতুল মারমা নিজেই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

হংকংয়ের বিপক্ষে বিস্ময় জাগানিয়া হারের পর বাংলাদেশ দলের কোচ ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে সমালোচনার জোয়ার বয়ে যাচ্ছে। গোলরক্ষক মিতুল মারমাও কম তোপের মুখে পড়েননি। এমনকি দলে জায়গা না পাওয়া আনিসুর রহমান জিকো বাংলাদেশের সেরা গোলরক্ষক কি না, মিতুল মারমার জায়গায় তার সুযোগ পাওয়া উচিত কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

বাংলাদেশ ম্যাচটা হেরেছিল নিজেদের ভুলে। ৩টি গোল রীতিমতো উপহার দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে এরপরও গোলরক্ষকের নৈপুণ্য বাঁচিয়ে রাখতে পারত দলকে। কিন্তু মিতুল মারমাও ছিলেন নিস্প্রভ।

প্রথম গোলে এভেরতন কামারগো শটটা নিয়েছিলেন দুর্বল। তবে স্বাভাবিক রিফ্লেক্স দেখাতে পারলেই বলটা ঠেকিয়ে দিতে পারতেন মিতুল। এরপর শেষ গোলে যখন তার চোখের সামনে দিয়ে এল মাঝে থাকা রাফায়েল মেরকেজের কাছে, তার আগেই বলটা কবজায় নিয়ে নিতে পারতেন মিতুল। সেটা হলেও হারটা ঠেকানো যেত। তবে তিনি তাও করতে পারেননি। ফলে বাংলাদেশ ম্যাচটা শেষ করেছে হার নিয়ে।

আরও পড়ুন  জোড়া গোলে রাঙালেন মেসি আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ

এরপর থেকেই মিতুলকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। সঙ্গে সঙ্গে শুরু হয় বছর দুয়েক আগে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হওয়া আনিসুর রহমান জিকোকে দলে আনা উচিত কি না, সে আলোচনাও।

এক সমর্থক তো গিয়ে সরাসরি মিতুলের ফেসবুকে করা সবশেষ পোস্টেই মন্তব্য করেছেন, ‘আমার কাছে, আনিসুর রহমান জিকো ভাইই সেরা।’ এরপর সে মন্তব্য চোখে পড়েছে মিতুল মারমার। তিনি জানিয়েছেন, ‘আমিও তাই মনে করি।’ তার এই মন্তব্য এই আলোচনায় নতুন খোরাক যোগাল বৈকি!

ট্যাগস :

জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়: তাহের

দল থেকে বাদ পড়া জিকোই সেরা, জানালেন মিতুল মারমা নিজেই

আপডেট সময় : ০৮:০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

হংকংয়ের বিপক্ষে বিস্ময় জাগানিয়া হারের পর বাংলাদেশ দলের কোচ ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে সমালোচনার জোয়ার বয়ে যাচ্ছে। গোলরক্ষক মিতুল মারমাও কম তোপের মুখে পড়েননি। এমনকি দলে জায়গা না পাওয়া আনিসুর রহমান জিকো বাংলাদেশের সেরা গোলরক্ষক কি না, মিতুল মারমার জায়গায় তার সুযোগ পাওয়া উচিত কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

বাংলাদেশ ম্যাচটা হেরেছিল নিজেদের ভুলে। ৩টি গোল রীতিমতো উপহার দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে এরপরও গোলরক্ষকের নৈপুণ্য বাঁচিয়ে রাখতে পারত দলকে। কিন্তু মিতুল মারমাও ছিলেন নিস্প্রভ।

প্রথম গোলে এভেরতন কামারগো শটটা নিয়েছিলেন দুর্বল। তবে স্বাভাবিক রিফ্লেক্স দেখাতে পারলেই বলটা ঠেকিয়ে দিতে পারতেন মিতুল। এরপর শেষ গোলে যখন তার চোখের সামনে দিয়ে এল মাঝে থাকা রাফায়েল মেরকেজের কাছে, তার আগেই বলটা কবজায় নিয়ে নিতে পারতেন মিতুল। সেটা হলেও হারটা ঠেকানো যেত। তবে তিনি তাও করতে পারেননি। ফলে বাংলাদেশ ম্যাচটা শেষ করেছে হার নিয়ে।

আরও পড়ুন  আফগানদের গুঁড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

এরপর থেকেই মিতুলকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। সঙ্গে সঙ্গে শুরু হয় বছর দুয়েক আগে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হওয়া আনিসুর রহমান জিকোকে দলে আনা উচিত কি না, সে আলোচনাও।

এক সমর্থক তো গিয়ে সরাসরি মিতুলের ফেসবুকে করা সবশেষ পোস্টেই মন্তব্য করেছেন, ‘আমার কাছে, আনিসুর রহমান জিকো ভাইই সেরা।’ এরপর সে মন্তব্য চোখে পড়েছে মিতুল মারমার। তিনি জানিয়েছেন, ‘আমিও তাই মনে করি।’ তার এই মন্তব্য এই আলোচনায় নতুন খোরাক যোগাল বৈকি!