
নরসিংদী জেলা প্রতিনিধি: মো শাহাদাত শাহ্
পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং অপরাধ দমনে অসাধারণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই সম্মাননা পুরো জেলা পুলিশের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম)।
ওসি মোহাম্মদ এমদাদুল হককে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করার মূল কারণ ছিল তাঁর বহুমুখী সফলতা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে সাফল্য, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য দ্রুততার সঙ্গে উদ্ঘাটন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওয়ারেন্ট কার্যকর করা এবং সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ। তাঁর চৌকস নেতৃত্বেই নরসিংদী মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে আবেগাপ্লুত ওসি মোহাম্মদ এমদাদুল হক তাঁর প্রতিক্রিয়ায় পুলিশ সুপার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমার প্রত্যাশা, আমি যেন সবসময় ন্যায়-নীতি ও সততার সঙ্গে জনকল্যাণমূলক কাজ ও সেবা দিয়ে যেতে পারি। এই পথে অবিচল থাকতে আমি সকলের নিরন্তর সহযোগিতা কামনা করি।”
সচেতন মহল মনে করছে, তাঁর এই স্বীকৃতি শুধু নরসিংদী মডেল থানার নয়, বরং জেলার পুলিশিং কার্যক্রমে আরও গতিশীলতা আনবে এবং জনগণের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।























