
ইয়ামিন ইসলাম, বয়স-০২, জন্মগতভাবে জটিল সব রোগে আক্রান্ত। সে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত, হার্টে দুটো ছিদ্র, হার্ট উল্টো (ডেক্সট্রোকার্ডিয়া এল-লুপ), কমপি-ট এ ভি ক্যানেল ডিফেক্ট এবং আরও অনেক জটিল সমস্যায় ভুগছে বাচ্চাটি।
তার এই চিকিৎসার খরচ অনেক ব্যয়বহুল, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তার চিকিৎসার জন্য প্রায় প্রথম অপারেশনে ০৬ লক্ষ টাকার প্রয়োজন। অপারেশনের জন্য ভর্তি হতে হবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুর-০১ ঢাকা। ধাপে ধাপে এমন আরও অপারেশন প্রয়োজন হবে। মর্মান্তিক অবস্থায় বাসায় পড়ে আছে দিন দিন খারাপের দিকে যাচ্ছে. আপনাদের সাধ্যমতো যে যা পারেন ইয়ামিন ইসলামের চিকিৎসার জন্য মুক্ত হস্তে সাহায্য করুন ও সুস্থতার জন্য দোয়া করুন। বিকাশ নাম্বার: ০১৮৪২১০৪৪৮৯ ব্যাংক একাউন্ট : ইসলামী ব্যাংক: ২০৫০৭৭৭০২৩৩৪৪৩৪১১ বাংলাদেশ,মাঝিরঘাট শাখা,ষ্টান্ড রোড়-























