
রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে জানুয়ারি থেকে চালু হচ্ছে বিপণি বিতান। উত্তরা থেকে মতিঝিল রুটের ১৭টি স্টেশনে বরাদ্দ দেওয়া হবে মোট ৩৩টি দোকান। এসব দোকানে পাওয়া যাবে খাবার, পোশাক ও নিত্যপণ্য। একই সঙ্গে ট্রেনের ভেতরে চালু হবে ডিজিটাল বিজ্ঞাপন সেবা।
চালু হওয়ার পর থেকেই মেট্রোরেল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রতিদিন চার লাখেরও বেশি যাত্রী এই রুটে চলাচল করছেন। ইতিমধ্যে বিভিন্ন স্টেশনে ব্যাংকের এটিএম বুথ স্থাপন করা হয়েছে। এবার যাত্রীরা পাবেন কেনাকাটারও সুযোগ।
এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। তাদের মতে, এতে সময় বাঁচবে এবং যাতায়াতের পাশাপাশি প্রয়োজনীয় কেনাকাটাও করা যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দোকান চালু হলে স্টেশনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যাত্রীদেরও সচেতন থাকতে হবে।

























