আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।
আগামী সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ। এর মধ্য দিয়ে মামলাটি চূড়ান্ত রায়ের পর্যায়ে উপনীত হবে। শুনানির শেষ পর্যায়ে প্রসিকিউশন বলেন, ‘শেখ হাসিনা এই গণহত্যার মাস্টারমাইন্ড তা সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে। এত রক্ত হাতে যার তার কোনো অনুশোচনা নেই, এখনো বিদেশের মাটিতে বসে মানুষ হত্যার পরিকল্পনা করছেন। এই মামলায় প্রতিটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার। সে হিসেবে শেখ হাসিনাকে ১৪শ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’
একইভাবে অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড চেয়েছেন ট্রাইবুনাল। তবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অপরাধী হলেও তিনি আইন অনুযায়ী সাহায্য করেছেন। তার বিষয়ে ট্রাইবুনাল যেকোনো ব্যবস্থা নিতে পারেন বলে মতামত দিয়েছেন প্রসিকিশন।




























