
- নির্বাচন প্রসঙ্গে হাসান সরকার অভিযোগ করে বলেন, ‘বর্তমানে গভীর ষড়যন্ত্র চলছে- বিশেষ করে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর চিন্তাশীল ও বিচক্ষণ নেতা। তিনি সব ষড়যন্ত্র ভেদ করেই দেশে ফিরবেন। আর তিনি দেশে ফিরলে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে।’
‘২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তখনও জনগণের রায় আমার পক্ষে ছিলো, কিন্তু ফ্যাসিবাদ সরকার আমার বিজয় ছিনিয়ে নিয়েছিলো।’
শনিবার ১৮ অক্টোবর বিকেলে গাজীপুর ৬ সংসদীয় আসনের গাছা মেট্রো থানা ৩৫ নং ওয়ার্ডের সাধারণ নেতাকর্মী ও জনতার মাঝে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ফারুক হোসেন খান সাবেক সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি ও কাউন্সিলর পদপ্রার্থী ৩৫ নং ওয়ার্ড গাজীপুর মহানগর।
বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামীলীগের মতো চাঁদাবাজি, সন্ত্রাসী, অপকর্ম করে রাজনীতি হয় না, রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে।
হাসান উদ্দিন সরকার বলেন, ‘এটি আমার শেষ ইচ্ছা, জীবনের শেষ নির্বাচন করবো। অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য, যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে দল বঞ্চিত হবে না; বরং না দিলে আমার এলাকাবাসী বঞ্চিত হবেন।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জনাব মোঃ ফারুক হোসেন খান বলেন, হাসান উদ্দিন সরকার গাজীপুর ৬ সংসদীয় আসনের একমাত্র যোগ্য প্রার্থী, দীর্ঘ ৩০ বছর আন্দোলন সংগ্রামে বিএনপির ছায়াতলে লক্ষ লক্ষ নেতাকর্মি আশ্রয় নিয়েছেন হাসান উদ্দিন সরকারের নেতৃত্বে এবং আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করে বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত, ক্যাডার বাহিনী মুক্ত, কিশোর গ্যাংমুক্ত, শিক্ষানুরাগী, সমাজসেব গাজীপুর ৬ আসনের দর্পণ একমাত্র যোগ্য ব্যক্তি।
তার ছায়াতলে গাজীপুর মহানগরের ও গাজীপুর জেলার লক্ষ লক্ষ বিএনপি আশ্রয় নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। তাই আমরা মনে করি জাতীয়তাবাদী বিএনপি হাসান উদ্দিন সরকারকেই ধানের শীষ মার্কা দিবেন এবং বিপুল ভোটে আমরা হাসান উদ্দিন সরকারকে গাজীপুর ৬ আসন উপহার হিসেবে দিব এ সময় আরো বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

























