
গাজীপুরের টঙ্গীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সালাউদ্দিন সরকারের উদ্যোগে এক প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সালাউদ্দিন সরকার।
বক্তব্যে তিনি বলেন, “। অথচ আল্লাহ তায়ালা বলেছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর আর কোনো নবী বা রাসুল দুনিয়াতে আসবেন না, কোনো ওহীও আসবে না। তাহলে জামায়াত কিভাবে মানুষকে জান্নাতের টিকিট দেয়? তাদের কাছে কোথা থেকে ওহী আসে?”
তিনি অভিযোগ করে বলেন, “জামায়াতের কিছু মহিলা কর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের তালিমের কথা বলে দলভুক্ত করার চেষ্টা করছেন।”
এছাড়া তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো আরও শক্তিশালী হবে। গাজীপুরের ছয়টি আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা যাতে বিজয়ী হয়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, গাজীপুর থেকে বিএনপিকে ছয়টি আসন উপহার দেব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন দেওয়ান, গাজীপুর মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মো. আব্দুল মুমিন, এবং সাবেক ছাত্রনেতা ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি মো. সারাফাত হোসেন।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন সালাউদ্দিন সরকার।























