
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. নাদিম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) রাতে উপজেলার আব্দুলাপুর এলাকার মুন্সীবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাদিম উপজেলার রাউৎভোগ গ্রামের নুরুল হক ছৈয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ থাকায় পাঁচ বছরের ছেলেসহ দুই মাস যাবত উপজেলার বড়লিয়া গ্রামে মায়ের ভাড়া বাসায় বসবাস করেন ওই নারী। কিছুদিন আগে নাদিম নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে উপজেলার আব্দুলাপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে চারালবাড়ী ব্রীজ সংলগ্ন মুন্সীবাড়ী এলাকায় বাসা ভাড়া করে শারীরিক মেলামেশা করেন নাদিম। পরে নাদিমকে বিয়ে করার জন্য চাপ দিলে বিয়ে না করায় বিষয়টি ওই নারীর মাকে জানান। পরে তার মা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম জানান, ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।























