
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানেন না তিনি আগামীকাল কী করতে যাচ্ছেন। রোববার (২ নভেম্বর) ভারতের একটি কলেজে বক্তৃততাকালে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এ কথা বলেন।
আধুনিক সময়ের অনিশ্চয়তা সম্পর্কে কথা বলতে গিয়ে ভারতীয় সেনাপ্রধান জানান, চ্যালেঞ্জগুলো ঘন ঘন এবং দ্রুত এগিয়ে আসছে, তা সে নিরাপত্তার দিক থেকে হোক বা সাইবার যুদ্ধের দিক থেকে।
তিনি বলেন, আগামী দিনের চ্যালেঞ্জগুলো হবে ‘অস্থিরতা, অনিশ্চয়তা, জটিলতা এবং অস্পষ্টতা। আপনি এবং আমি ভবিষ্যৎ কী ঘটবে তা নিয়ে সম্পূর্ণ অজ্ঞ… ট্রাম্প আজ কী করছেন? আমার মনে হয় ট্রাম্পও জানেন না যে তিনি আগামীকাল কী করতে যাচ্ছেন।’
জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘চ্যালেঞ্জ এত দ্রুত আসছে যে আপনি যখন একটি পুরানো চ্যালেঞ্জ ধরার চেষ্টা করেন, তখন একটি নতুন চ্যালেঞ্জ দেখা দেয় এবং একই নিরাপত্তা চ্যালেঞ্জ আমাদের সামরিক বাহিনীর মুখোমুখি হয়। তা সীমান্তে হোক, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগ, অথবা সাইবার যুদ্ধ। যে নতুন জিনিসগুলো শুরু হয়েছে তার মধ্যে রয়েছে: মহাকাশ যুদ্ধ, উপগ্রহ, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং তথ্য যুদ্ধ।’



























