শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘হান্নান শাহ স্মৃতি সংসদ’ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিছু লোক নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মরহুম আ স ম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।























